
৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে মোট শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এর মধ্য থেকে প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে নিয়োগ না দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। ফলে এই পদগুলো নন-ক্যাডার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২-এর আওতাধীন নন-ক্যাডার পদগুলোর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত শূন্যপদের সংখ্যা ছিল ৫৬৫টি, এর বিপরীতে ৫৪৫টি পদে প্রাথমিকভাবে (provisionally) সুপারিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আরও উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ তারিখের এক পত্রে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১২তম গ্রেডের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদ নন-ক্যাডার অধিযাচন বাতিল করা হয়েছে।