
অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে-কমিশন বাস্তবায়ন না হওয়া নিয়ে সরকারি কর্মচারীদের অসন্তোষ বা ক্ষোভের কিছু নেই, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নতুন পে-কমিশন নিয়ে একটা কাঠামো তৈরি করে পরবর্তী সরকারের কাছে দেওয়া হবে।
তিনি জানান, বিভিন্ন বন্দর ও জেটিতে আটকে থাকা পুরোনো গাড়ি ভাঙাড়ি বা স্ক্র্যাব আকারে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হবে। সেইসাথে মূল্যস্ফীতির টার্গেট বাড়ানো হবে।/বাংলাভিশন