
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ০৬নং আদারভিটা ইউপি ০৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান মোঃ মনোয়ারুল হাসান মানিক সাহেবকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারী সংস্থার ইনভেস্টিগেশন ব্রাঞ্চ মাদারগঞ্জ উপজেলার “সহকারী পরিচালক” নির্বাচিত করায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান কাজী মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ স্যার মাদারগঞ্জ বাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
সংস্থার চেয়ারম্যান কাজী মুহম্মদ মাহমুদুল হাসান মাহমুদ বলেন জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণাপত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এই সংস্থাটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত।
যার লাইসেন্স নাম্বার- S1934/110/98
পুলিশ প্রটেকশন সার্কুলার ২০১৪ সালে
জাতিসংঘের অধিভুক্ত ২০১৮ সালে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধিভুক্ত ২০২২ সালে সিরিয়াল নং ০৬
আন্তর্জাতিক মান অর্জন ২০১৬ সালে দেশে মোট সদস্য ২ লক্ষ ৭৯ হাজার, দেশের বাইরে সদস্য সংখ্যা ৪ হাজার ৬০০, দেশের বাহিরে কমিটির সংখ্যা ২১+ দেশে, বাংলাদেশ কমিটি সংখ্যা ১৮৪৭টি। ওয়েবসাইট www.cehrla.org , www.intcehrla.org
#সংস্থার গৃহীত অভিযোগের ধরন :
১)পারিবারিক কলহ
২)জমি জমা সংক্রান্ত বিরোধ
৩)যৌতুকের দাবি
৪)নারী ও শিশু নির্যাতন
৫)এসিড নিক্ষেপ
৬)বাল্যবিবাহ ও বহুবিবাহ
৭)প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ
৮) দুর্নীতি ও চাকুরি বৈষম্য সহ মানবাধিকার সম্পর্কিত সকল অভিযোগ