
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের জন্য উন্মুক্তকরণ করা হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) এক অফিস আদেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অফিস আদেশে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম দেশের সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে BACS & iBAS++ স্কিম এর সাথে বিকাশ, রকেট, নগদ, উপায় এবং এমক্যাশ এর API সংযোগ রয়েছে। ফলে এসকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণ করা যাবে।
উল্লেখ্য যে, উপবৃত্তির অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাভোগী মা, বাবা, বৈধ অভিভাবকের স্ব স্ব জাতীয় পরিচয় পত্র দ্বারা মোবাইল সীম ও এমএফএস একাউন্ট নিবন্ধন নিশ্চিত করতে হবে।
এমতাবস্থায়, বর্ণিত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্ত শিক্ষার্থী-অভিভাবকগণকে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।Source:thedailycampus