1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পে-স্কেল: অবশেষে বেতনের গ্রেড চূড়ান্ত করল কমিশন প্রতিবেদন পেলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত/New salary decisions for government officials and employees will be made after receiving the report. যে হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা/The rate at which government employees will receive dearness allowance শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল/What was learned about the recommendation for an individual salary structure for teachers পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত/Government’s new decision on pay scale পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনের ডাক যে পানীয় পান করলে পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে হুহু করে!Drinking this drink increases testosterone levels in men! চূড়ান্ত হচ্ছে পে স্কেল, যে অনুপাতে বাড়ছে বেতন/The pay scale, the ratio in which salaries are increasing, is being finalized. দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা অধিদফতরের/Department of Education issues emergency instructions for all primary schools in the country সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা/Urgent instructions for all primary school teachers/

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন বাড়বে কত, পাবেন আরও যত সুবিধা/How much will the salary of primary school head teachers increase in the 10th grade, and what other benefits will they receive?

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষায় ভাষাদক্ষতা বিকাশের পথে বাধা কোথায়/What are the obstacles to developing language skills in primary education?

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকার। এতে বছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩৫০ কোটি টাকা। তারপরও এটিকে ‘যুগান্তকারী সিদ্ধান্ত’ বলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এ সিদ্ধান্ত শিক্ষকদের প্রতি সরকারের ‘দায়বদ্ধতা ও সম্মান প্রদর্শনের অংশ’ বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।

সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। এখন তারা দ্রুত প্রধান শিক্ষকের শূন্যপদগুলোতে নিয়োগ এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতাসহ আরও কিছু দাবি-দাওয়া নিয়ে সরব।
এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার ঘোষণার পর সবার আগ্রহ সরকারের এমন পদক্ষেপে শিক্ষকদের বেতন ও বিভিন্ন ধরনের ভাতা কত টাকা বাড়লো, তা নিয়ে।

গত ২২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়ে একটি প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। তাতে প্রধান শিক্ষকরা আগে কত টাকা বেতন ও ভাতা পেতেন, আর দশম গ্রেড বাস্তবায়ন হলে কত পাবেন; তা নিয়ে পরিপূর্ণ হিসাব ছিল। সেই প্রস্তাবনা অনুযায়ী—প্রধান শিক্ষকদের কার কত টাকা বেতন-ভাতা বাড়লো, তা নিচে উল্লেখ করা হলো।
অধিদপ্তরের তথ্যমতে, দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫০২টি। তার মধ্যে প্রধান শিক্ষক পদে বর্তমানে কর্মরত ৩১ হাজার ৩৯৬ জন। তাদের ১২তম গ্রেডে বেতন পান ১ হাজার ১৫৪ জন এবং ১১তম গ্রেড পান ১৩ হাজার ৮৫৪ জন। বাকি ১৬ হাজার ৩৮৮ জন অষ্টম, নবম ও দশম গ্রেডে আগেই উন্নীত হয়েছেন। তারা এখন উচ্চতর গ্রেড পাচ্ছেন।

সব প্রধান শিক্ষককে দশম গ্রেড দেওয়ায় প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা দিতে বছরে সরকারের ব্যয় বাড়ছে ৩৪৯ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা। তবে বর্তমানে শুধু কর্মরত প্রধান শিক্ষকদের এক ধাপ বেতন গ্রেড বাড়ানোয় খরচ বাড়বে ১০৬ কোটি ৭৩ লাখ টাকা। আর প্রধান শিক্ষকের সবগুলো পদ পূরণ করা হলে আরও ২৪২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বৃদ্ধি পাবে।

বাকি ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য। যার মধ্যে ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতিযোগ্য। আর ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। তাদের মধ্যে শূন্য ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। আর ২ হাজার ৬৪৭টি পদে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেজন্য প্রত্যেকের ক্ষেত্রে বেতন-ভাতা বৃদ্ধির হারও ভিন্ন। তাছাড়া গ্রাম ও শহরাঞ্চলে কর্মরত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ভিন্ন ভিন্ন।

কর্মরত ১২তম গ্রেডপ্রাপ্ত ১১৫৪ জনের বেতন-ভাতা যত বাড়বে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাবমতে, বর্তমানে প্রধান শিক্ষক পদে কর্মরত ১ হাজার ১৫৪ জন ১২তম গ্রেড পাচ্ছেন। তাদের দশম গ্রেডে উন্নীত করা হলে তারা মূল বেতন বেশি পাবেন ৪ হাজার ৭০০ টাকা।
বাড়িভাড়া বাড়বে (গড়ে ৪২ শতাংশ ধরে) ১ হাজার ৬৩৫ টাকা, বিশেষ সুবিধা ভাতা বাড়বে ৭০৫ টাকা। এছাড়া উৎসব ভাতা বাড়বে ৪ হাজার ৭০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৯৪০ টাকা।

‘প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ায় আমরা খুশি। প্রাথমিক শিক্ষক সমিতি সরকারকে সাধুবাদ জানাচ্ছে। তবে আমাদের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক। তাদের ১১তম গ্রেডে উন্নীত করতে হবে। জ্যেষ্ঠ যেসব শিক্ষক রয়েছেন, তাদের শতভাগ পদোন্নতি দিতে হবে। তাছাড়া চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে। এ দাবিগুলো পূরণে আমরা সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছি।’- আবুল কাসেম, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি

১২তম গ্রেডপ্রাপ্ত কর্মরত এই ১ হাজার ১৫৪ জন প্রধান শিক্ষকের জন্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে ১০ কোটি ৯৪ লাখ ২২ হাজার ২৮০ টাকা।

১১তম গ্রেডপ্রাপ্ত ১৩৮৫৪ জনের যত টাকা বাড়বে
অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে সারাদেশে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে ১৩ হাজার ৮৫৪ জন ১১তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। তারা দশম গ্রেডে উন্নীত হওয়ায় সরকারের বছরে খরচ বাড়বে ৯৫ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার ৫৬০ টাকা।
যারা আগে ১১তম গ্রেড পেতেন, এখন দশম গ্রেডে উন্নীত হয়েছেন; তাদের মূল বেতন বাড়বে ৩ হাজার ৫০০ টাকা। বাড়িভাড়া বাড়বে ১ হাজার ৯৫ টাকা (গড়ে ৪২ শতাংশ হারে হিসাবে), বিশেষ সুবিধা বাড়বে ৫২৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৩ হাজার ৫০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৭০০ টাকা।

উচ্চতর গ্রেডপ্রাপ্ত ১৬৩৮৮ জনের ক্ষেত্রে প্রযোজ্য নয়
বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৩৮৮ জন কর্মরত প্রধান শিক্ষক উচ্চতর গ্রেডে বেতন পাচ্ছেন। দশম গ্রেডে উন্নীত হলেও তাদের আগের নিয়মে বেতন-ভাতা বহাল থাকবে। কারণ তারা আগে থেকেই এর চেয়ে বেশি বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন।

পদোন্নতিযোগ্য ৩১৪৫৯ পদে পদোন্নতিতে যত খরচ বাড়বে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে প্রধান শিক্ষকের শূন্যপদ সংখ্যা ৩৪ হাজার ১০৬টি। তার মধ্যে ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতিযোগ্য। এসব পদে যারা পদোন্নতি পাবেন, তারা বর্তমানে ১১তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন।
ফলে তারা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হলে তাদের মূল বেতন বাড়বে ৩ হাজার ৫০০ টাকা। বাড়িভাড়া বাড়বে ১ হাজার ৯৫ টাকা (গড়ে ৪২ শতাংশ হারে হিসাবে), বিশেষ সুবিধা বাড়বে ৫২৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৩ হাজার ৫০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৭০০ টাকা।

৩১ হাজার ৪৫৯টি প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়ার পর তারা দশম গ্রেড পাবেন। এতে সরকারের বাড়তি খচর হবে ২১৭ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ২৬০ টাকা।

সরাসরি নিয়োগযোগ্য ২৬৪৭ প্রধান শিক্ষকের জন্য খরচ হবে কত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের সংখ্যা ২ হাজার ৬৪৭টি। এসব পদে নিয়োগপ্রাপ্তরা শুরুতে ১২তম গ্রেড পেতেন।
তবে প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত হওয়ায় এখন সরাসরি নিয়োগের পর তারাও দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। সেক্ষেত্রে তাদের জন্য আগের চেয়ে সরকারের ব্যয় বাড়বে ২৫ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৫৪০ টাকা।

সরাসরি নিয়োগপ্রাপ্তরা দশম গ্রেডে উন্নীত হওয়ায় তারা মূল বেতন আগের নিয়মের চেয়ে এখন বেশি পাবেন ৪ হাজার ৭০০ টাকা। বাড়িভাড়া বাড়বে (গড়ে ৪২ শতাংশ ধরে) ১ হাজার ৬৩৫ টাকা, বিশেষ সুবিধা ভাতা বাড়বে ৭০৫ টাকা। এছাড়া উৎসব ভাতা বাড়বে ৪ হাজার ৭০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৯৪০ টাকা।

সরকারের খরচ বাড়বে প্রায় ৩৫০ কোটি টাকা
৪৫ জন প্রধান শিক্ষক দশম গ্রেডে বেতন-ভাতা পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘদিন শুনানি শেষে উচ্চ আদালত তাদের দশম গ্রেডে উন্নীত করার আদেশ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তা বাস্তবায়নে অধিদপ্তরকে নির্দেশনা দেয়।
তবে প্রাথমিকের শিক্ষকরা শুধু ৪৫ জনকে নয়, সব প্রাথমিকের প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করার দাবি তোলেন। তারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবি নিয়ে শিক্ষক মহাসমাবেশ করেন। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিয়ে প্রস্তাবনা পাঠায়। অবশেষে তাতে অনুমোদন দিলো সরকার।
এদিকে, সব প্রধান শিক্ষককে দশম গ্রেড দেওয়ায় প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা দিতে বছরে সরকারের ব্যয় বাড়ছে ৩৪৯ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা। তবে বর্তমানে শুধু কর্মরত প্রধান শিক্ষকদের এক ধাপ বেতন গ্রেড বাড়ানোয় খরচ বাড়বে ১০৬ কোটি ৭৩ লাখ টাকা। আর প্রধান শিক্ষকের সবগুলো পদ পূরণ করা হলে আরও ২৪২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বৃদ্ধি পাবে।

সরকার বলছে যুগান্তকারী, শিক্ষক নেতাদের আরও দাবি
প্রাথমিকের সব প্রধান শিক্ষকের দশম গ্রেডে উন্নীত করার তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে মন্ত্রণালয় বলছে ‘এ সিদ্ধান্ত যুগান্তকারী’। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবে। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে।’

দশম গ্রেড দিয়ে সরকার প্রধান শিক্ষকদের প্রতি দায়বদ্ধতা ও সম্মান দেখিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে তাদের প্রতি সরকার তার দায়বদ্ধতা ও সম্মান প্রদর্শন করেছে।’

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান জাগো নিউজকে বলেন, ‘শিক্ষকরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছিলেন। অধিদপ্তরও সব সময় আন্তরিকভাবে তাদের দাবি পূরণে সচেষ্ট ছিল। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন না হলে অধিদপ্তর বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। এবার উচ্চ আদালতের রায়ের আলোকে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। তাতে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সায় ছিল। সেজন্য অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। প্রাথমিক শিক্ষকদের জন্য এটি যুগান্তকারী একটি পদক্ষেপ।’

প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণে খুশি প্রাথমিকের শিক্ষক নেতারাও। তবে তাদের আরও তিন দফা দাবি রয়েছে। সে দাবিগুলোও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম।
তিনি জাগো নিউজকে বলেন, ‘প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ায় আমরা খুশি। প্রাথমিক শিক্ষক সমিতি সরকারকে সাধুবাদ জানাচ্ছে। তবে আমাদের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক। তাদের ১১তম গ্রেডে উন্নীত করতে হবে। জ্যেষ্ঠ যেসব শিক্ষক রয়েছেন, তাদের শতভাগ পদোন্নতি দিতে হবে। তাছাড়া চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে। এ দাবিগুলো পূরণে আমরা সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছি। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলোর সব পূরণ না হলে ৩০ সেপ্টেম্বর থেকে লাগাতর অনশন কর্মসূচিতে যাবেন শিক্ষকরা।’তথ্যসূত্রঃজাগোনিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট