বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার (নতুন ও পুরনো সিলেবাস অনুযায়ী) ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে।
শর্তাবলি
নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ২০২৪ এবং অনিয়মিত বা মান উন্নয়ন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ২০২২ বা ২০২৩ হতে হবে। এই শিক্ষাবর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবে না। প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করেনি, এমন শিক্ষার্থীরাও ফরম পূরণ করতে পারবে না।
২০২৩ সালের পরীক্ষায় C ও D গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা এবারই মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। একবারের বেশি কোনো শিক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যারা সিজিপিএ ২.৫ বা এর ওপরে পেয়েছে তারাও মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না।
পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার কোর্সের নতুন রেগুলেশন ২০১৭ এবং পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন
নির্দিষ্ট ওয়েসসাইটে আবেদন ফরম পাওয়া যাবে। ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন থেকে এই ফরম সংগ্রহ করতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে ডেটা এন্ট্রি বা ফরম পূরণ করার শেষ তারিখ ৩১ জুলাই। ফরম পূরণের ফি ‘সোনালি সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়ার তারিখ ৩ থেকে ৪ আগস্ট।
ফি
প্রতি পত্র ৫০০ টাকা। মান উন্নয়ন বা গ্রেড উন্নয়নের জন্যও একই পরিমাণ ফি (৫০০ টাকা) পরিশোধ করতে হবে।
মৌখিক পরীক্ষার ফি (প্রতি পত্র) ৬০০ টাকা। সাময়িক সনদ ফি ৩০০ টাকা। যারা আগে ফরম পূরণ করেছে তাদের জন্য এই ফি প্রযোজ্য নয়।
ট্রান্সক্রিপ্ট প্রতি পত্র ৫০০ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন