1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পে-স্কেল: অবশেষে বেতনের গ্রেড চূড়ান্ত করল কমিশন প্রতিবেদন পেলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত/New salary decisions for government officials and employees will be made after receiving the report. যে হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা/The rate at which government employees will receive dearness allowance শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল/What was learned about the recommendation for an individual salary structure for teachers পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত/Government’s new decision on pay scale পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনের ডাক যে পানীয় পান করলে পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে হুহু করে!Drinking this drink increases testosterone levels in men! চূড়ান্ত হচ্ছে পে স্কেল, যে অনুপাতে বাড়ছে বেতন/The pay scale, the ratio in which salaries are increasing, is being finalized. দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা অধিদফতরের/Department of Education issues emergency instructions for all primary schools in the country সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা/Urgent instructions for all primary school teachers/

প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকৃত লেপটপ ব্যবহার নির্দেশনা/Instructions for using laptops distributed to primary schools

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

পিইিডিপি-৪ এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত Laptop (Walton Brand) এর ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী।

১। Laptop প্রথম চালুর পূর্বে একটানা কমপক্ষে ৮ঘন্টা চার্জ করুন।

২। ল্যাপটপ এর বাম পাশে Power সুইচ রয়েছে। Laptop চালু করতে পাসওয়ার্ড: Pedp4@2024 (কীবোর্ডে স্টিকার লাগানো আছে) লিখে Login করুন।

৩। নিয়মিত সরাসরি বিদ্যুৎ সংযোগ দিয়ে Laptop চালাবেন। ব্যাটারীর Backup দিয়ে চালাবেন না। কারণ ব্যাটারীর Backup দিয়ে যত কম চালাবেন ব্যাটারীর লাইফ তত বেশি পাবেন। বিদ্যুৎ না থাকলে জরুরী প্রয়োজনে ব্যাটারীর Backup দিয়ে চালাবেন।

৪। একটি External কী বোর্ড ক্রয় করে ব্যবহার করে নিয়মিত কাজ করবেন। Laptop এর কী বোর্ড সেনসেটিভ ও দামী হওয়ায় যত কম ব্যবহার করা যায় তত ভালো এবং বেশিদিন ব্যবহার করতে পারবেন।

৫। MS Office Package Active করার জন্য Laptop চালুর পর Wi-Fi বা কমপক্ষে ০৩ জিবি Data দিয়ে মোবাইল হতে ইন্টারনেট সংযোগ দিন। তারপর ল্যাপটপটি Restart করুন। পুনরায় Word চালু করলে Activated অবস্থায় পাবেন। Office Activated Passwords: (ল্যাপটপ এর সিরিয়াল নম্বরটি লিখুন) @pedp4onmicrosoft.com

৬। Mouse প্রথম ব্যবহারের আগে ল্যাপটটে মাউসের সাথে ক্যাবল সংযোগ দিয়ে জার্জ করে নিবেন। ল্যাপটপ এ Bluetooth চালু না থাকলে চালু করে Antique নির্বাচন করে কানেক্ট করুন। মাউসের পিছনের সুইচটি অন করুন। মাউসের বাম পাশে অবস্থিত ৩নং বাটনে চাপ দিয়ে মাউস পয়েন্টার Freeze ও আবার চাপ দিয়ে Unfreeze করা যায়। Mouse ব্যবহারের পর পিছনের সুইচটি অফ করে রাখুন। অফ না করলে চার্জ শেষ হয়ে যাবে।

৭। “বিজয় একুশে” সফটওয়্যার Active করা না থাকলে বা Activate চাইলে প্রদত্ত Pen Drive> Software> Bijoy Walton>Serial এ ক্লিক করে Activate Key পাবেন। স্কিনে প্রদত্ত Registration form এর চার সেল-এ চারটি কোড লিখে Ok/Entry দিলেই Active হয়ে যাবে।

৮। নিয়মিত Laptop চালু রাখবেন। বিদ্যুতের সংস্পর্শে থাকলে মেশিন ভালো থাকে। নিয়মিত Internet সংযোগ দেয়া সম্ভব না হলে প্রতি সপ্তাহে অন্তত: কয়েক ঘন্টা Internet সংযোগ দিয়ে রাখবেন। তাহলে Auto Update হবে। দীর্ঘদিন Internet সংযোগ না পেলে Auto Update বন্ধ হয়ে যায়। তখন নিজ দায়িত্বে Update করে নিতে হয়। Update না থাকলে কাজ করতে সমস্যায় পড়তে হয়।

৯। আগামী ১০/০৪/২০২৮খ্রি. পর্যন্ত সরবরাহকারী Walton Digi-Tech Industries কর্তৃক সার্ভিস Warranty Period রয়েছে। উক্ত সময়ে মধ্যে Windows, Office কিংবা যে কোন হার্ডওয়ার ও সফটওয়্যারে সমস্যা পরিলক্ষিত হলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।
* প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd) এ সংক্রান্ত তথ্য পাওয়া যবে।

১০। Laptop এ প্রদত্ত Windows, Microsoft Office, Antivirus, Bijoy Software গুলো অর্থের বিনিময়ে লাইসেন্সসহ ক্রয় করা হয়েছে। কোন অবস্থাতেই উক্ত Laptop বাহিরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে কোন প্রকার সার্ভিস করানো/সফটওয়্যার/হার্ডওয়্যার মুছে ফেলা/পরিবর্তন/Uninstall/মেরামত ইত্যাদি করানো যাবে না।

১১। প্রতিটি প্যাকেটে যা যা পাবেন:
1. Carry Bag-১টি
2. Charger with Power Cable-১টি
3. Mouse (Antique Brand)-১টি
4. Laptop (Walton Brand)-১টি
5. 32 GB Pen Drive-১টি
6. Security Lock-১টি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট