1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পে-স্কেল: অবশেষে বেতনের গ্রেড চূড়ান্ত করল কমিশন প্রতিবেদন পেলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত/New salary decisions for government officials and employees will be made after receiving the report. যে হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা/The rate at which government employees will receive dearness allowance শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল/What was learned about the recommendation for an individual salary structure for teachers পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত/Government’s new decision on pay scale পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনের ডাক যে পানীয় পান করলে পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে হুহু করে!Drinking this drink increases testosterone levels in men! চূড়ান্ত হচ্ছে পে স্কেল, যে অনুপাতে বাড়ছে বেতন/The pay scale, the ratio in which salaries are increasing, is being finalized. দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা অধিদফতরের/Department of Education issues emergency instructions for all primary schools in the country সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা/Urgent instructions for all primary school teachers/

চীনে ১০টি স্কলারশিপ: টিউশন ফি মওকুফ-আবাসন-চিকিৎসার সঙ্গে মিলবে মাসিক ভাতাও/10 scholarships in China: Tuition fee waiver, accommodation, medical care, and monthly allowance

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

চীন সরকার প্রতিবারের ন্যায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো মেধাবীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। চীনের এমন স্কলারশিপ ১০টি। এগুলোর আওতায় টিউশন ফি মওকুফসহ আবাসন, চিকিৎসার সুবিধা এবং মাসিক ভাতারও সুবিধা রয়েছে। দেশটিতে অধ্যয়নের এমন সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও। ২০২৫ সালে চীনের উচ্চশিক্ষায় শীর্ষ ১০টি স্কলারশিপের বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. সিএসসি স্কলারশিপ (CSC Scholarship)

সিএসসি বৃত্তি প্রকল্পটির পূর্ণরূপ Chinese Scholarship Council। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা চীনের ২৮০টির বেশি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি অধ্যয়নের সুযোগ পান। চীনা সরকার এ স্কলারশিপের অধীন শিক্ষার্থীদের আবাসন ও মৌলিক স্বাস্থ্যবিমা প্রদান করে। প্রদেয় মাসিক ভাতার পরিমাণ সর্বোচ্চ ৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় ৫৮ হাজার ৬৪৫ টাকা (১ চায়নিজ ইউয়ান = ১৬ দশমিক ৭৬ বাংলাদেশি টাকা) সমতুল্য। তবে ইতিমধ্যে যে শিক্ষার্থীরা চীনের অন্য কোনোও বৃত্তি পেয়েছেন, তাঁদের জন্য এ বৃত্তি প্রযোজ্য নয়। আবেদনের জন্য নিবন্ধন করতে হবে সিএসসি পোর্টালে । যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেখানে পৃথকভাবে আবেদন জমা দিতে হবে।

২. তিয়ানজিন গভর্নমেন্ট স্কলারশিপ (Tianjin Government Scholarship)

এককভাবে নানকাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেওয়া হয় তিয়ানজিন গভর্নমেন্ট স্কলারশিপ। স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের জন্য উন্মুক্ত এ প্রকল্পে মাসিক সর্বোচ্চ ২ হাজার ইউয়ান (৩৩ হাজার ৫১১ টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন শিক্ষার্থীরা।

আবেদনের শেষ সময় সাধারণত মে মাসের শেষের দিকে হয়ে থাকে। আবেদনকারীদের এ লিংকে আবেদন সম্পন্ন করতে হবে। নানকাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত অনুমোদনই শিক্ষার্থীদের Tianjin Government Scholarship প্রাপ্তির প্রধান মাপকাঠি। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে লিংকে।
৩. সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ (Shanghai Government Scholarship)

চীনের প্রাদেশিক সরকার কর্তৃক পরিচালিত অনুদানগুলোর মধ্যে একটি হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। পিএইচডি, মাস্টার্স ও স্নাতকের ক্ষেত্রে প্রদান করা এই অনুদান তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। টাইপ এ (মাস্টার্স বা পিএইচডি), টাইপ বি (স্নাতক) ও টাইপ সি (দীর্ঘমেয়াদি উচ্চতর অধ্যয়ন, যেমন চীনা ভাষা কোর্স)।

সাংহাই সরকার এগুলোর মধ্যে দুই ক্যাটাগরিতে স্কলারশিপ প্রদান করে। টাইপ ‘এ’–তে ফুল ফান্ডিং দেয় (ভর্তির ফি, আবাসন, চিকিৎসা বিমা ও মাসিক ভাতা মেলে) এবং টাইপ ‘বি’–তে আংশিক ফান্ডিং (শুধু টিউশন ফি ও স্বাস্থ্যবিমা)।

সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে চীনা ভাষা কোর্সের মতো দীর্ঘমেয়াদি কোনো অধ্যয়নের জন্য প্রযোজ্য নয়। ডিগ্রি বিশেষে স্কলারশিপের মূল্যমান ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ ইউয়ান (৪১ হাজার ৮৮৯ থেকে ৫৮ হাজার ৬৪৫ টাকা) পর্যন্ত।

আবেদনের সাধারণ সময় জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। আবেদনের জন্য ঢুঁ মারতে হবে তে।

৪. বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপ (Beijing Government Scholarship)

চীনের প্রাদেশিক সরকারে প্রথম স্কলারশিপ কর্মসূচি হচ্ছে বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপ। সরাসরি বেইজিং সরকার থেকে হওয়া এ অর্থায়নের একমাত্র সুবিধাভোগী হচ্ছে পিএইচডি, মাস্টার্স ও স্নাতক শিক্ষার্থীরা। স্কলারশিপের আওতায় আর্থিক সহায়তা হিসেবে সর্বোচ্চ ৪০ হাজার ইউয়ান মিলবে। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি থেকে শুরু করে জুনের মধ্যে আবেদন কার্যক্রম শেষ করা হয়।

বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপের সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা পাওয়া যাবে এ লিংকে। এখান থেকে একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটেই পাওয়া যাবে আবেদনের প্রক্রিয়া।

৫. হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ (Hubei Government Scholarship)

হুবেই গভর্নমেন্ট স্কলারশিপও স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। স্নাতক শিক্ষার্থীরা বছরে ১০ হাজার ইউয়ান, মাস্টার্সের শিক্ষার্থীরা ১৫ হাজার ইউয়ান ও পিএইচডি শিক্ষার্থীরা পান ২০ হাজার ইউয়ান। সাধারণ গবেষণা স্কলারশিপ হিসেবে বিভিন্ন মেয়াদের ভিত্তিতে ৫ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার ইউয়ান দেওয়া হয় শিক্ষার্থীদের।

স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হয় প্রতিবছর ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে। আবেদনের জন্য Hubei Government Scholarship বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে।

৬. সিআইএস স্কলারশিপ (CIS Scholarship)

চীনের শিক্ষা খাতে সরকারি এ প্রকল্পের পূর্ণরূপ Confucius Institute Scholarship–CIS। এর আওতাভুক্ত প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে চীনের বাইরের শিক্ষার্থীদের জন্য পিএইচডি গবেষণা, গবেষণামূলক সফর, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কোর্স। ১৫০টির বেশি চীনা বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তিতে পড়াশোনা করা যায়।

সিআইএস স্কলারশিপে টিউশন ফি, আবাসন ব্যয়, চিকিৎসা বিমা ও মাসিক ভাতা পাবেন শিক্ষার্থীরা। স্নাতক বা চীনা ভাষা ও সংস্কৃতি কোর্স গ্রহণকারী শিক্ষার্থীরা মাসে ২ হাজার ৫০০ ইউয়ান পেয়ে থাকেন। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মাসে নির্ধারিত তিন হাজার ইউয়ান।

সাধারণত মে ও নভেম্বরের শুরুর দিকে দুটি পৃথক শিডিউলে আবেদন গ্রহণ করা হয়। অনলাইনে আবেদনের সাইট

৭. ইউনান প্রোভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ (Yunnan Provincial Government Scholarship)

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই স্কলারশিপ। এর নেপথ্যের প্রতিষ্ঠান হচ্ছে সিএসসি। এ ব্যবস্থায় স্নাতক, মাস্টার্স, ডক্টরেট, প্রশিক্ষণ ও স্বল্পমেয়াদি কোর্সের জন্য আবেদন করা যায়।

ফুল ফান্ডিংয়ের এই প্রকল্পে রয়েছে টিউশন ফি মওকুফ, বিনা মূল্যে অন-ক্যাম্পাস আবাসন, মাসিক ভাতা, চিকিৎসা বিমা ও সুরক্ষা সুবিধা। সাধারণত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলে আবেদন গ্রহণ কর্মসূচি।

ইউনান প্রোভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপে আবেদনের প্ল্যাটফর্ম ইউনান নরমাল ইউনিভার্সিটির ওয়েবসাইট

৮. জিনজিয়াং উইঘুর অটোনমাস রেজিন গভর্নমেন্ট স্কলারশিপ (Xinjiang Uygur Autonomous Region Government Scholarship)

স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার পরিচালিত এ বৃত্তি প্রকল্পে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডির পাশাপাশি চীনা ভাষা কোর্সও বিনা খরচে অধ্যয়ন করা যায়। পূর্ণ অর্থায়নের এ সুবিধায় জীবনযাত্রার ভাতা, আবাসন, চিকিৎসা বিমা ও টিউশন ফি অন্তর্ভুক্ত।

সাধারণত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আবেদনের সুযোগ থাকে। স্বায়ত্তশাসিত অঞ্চলটির অধীন নির্ধারিত কিছু বিশ্ববিদ্যালয়ের সব কটি বিষয়ের জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এ তথ্যসহ স্কলারশিপের যাবতীয় কার্যক্রমের জন্য রয়েছে স্বতন্ত্র স্কলারশিপ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম।

(http://studyinchina.csc.edu.cn/#/register) জিনজিয়াং উইঘুর অটোনমাস রেজিন গভর্নমেন্ট স্কলারশিপের আবেদনের প্ল্যাটফর্ম। একইভাবে আবেদন জমা দিতে হয় জিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে

৯. নানজিং গভর্নমেন্ট স্কলারশিপ (Nanjing Government Scholarship)

নানজিং সরকারের এই স্কলারশিপ বিদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক ও মাস্টার্স পর্যায়ে আংশিক ফান্ডিং দেয়। এর পাশাপাশি অন্য কোনো সংস্থার বৃত্তি একত্রে গ্রহণ করার নিয়ম নেই।

এ বৃত্তি শুধু নানজিং ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া হয়। স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রতি একাডেমিক বছরে সরকার থেকে আসে ১০ হাজার ইউয়ান। অন্যদিকে বিশ্ববিদ্যালয় থেকে অতিরিক্ত সহায়তা হিসেবে আসে পাঁচ হাজার ইউয়ান। মাস্টার্সের শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে প্রতিবছর ২০ হাজার ইউয়ান করে পান। অন্যদিকে বিশ্ববিদ্যালয় তাঁদের শুধু জীবনযাত্রার ব্যয়টা মওকুফ করে।

আবেদন কার্যক্রম সাধারণত চলে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ সময় প্রোগ্রাম হিসেবে নির্বাচন করতে হয় ‘চায়নিজ লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ’।

১০. ইয়াংজৌ ইউনিভার্সিটি স্কলারশিপ (Yangzhou University Scholarship)

ইয়াংজৌ ইউনিভার্সিটি বিদেশি ছাত্রছাত্রীদের পূর্ণ অর্থায়ন দেয় এ বৃত্তির আওতায়। একাডেমিক ডিগ্রিগুলোর মধ্যে রয়েছে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি। এ প্রকল্পের মধ্যে সুবিধা হিসেবে রয়েছে টিউশন ফি মওকুফ, আবাসন ও মাসিক ভাতা।

প্রার্থীদের জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝিতেই আবেদনের প্রক্রিয়া শেষ করতে হয়।

ইয়াংজৌ ইউনিভার্সিটি স্কলারশিপে স্নাতক পর্যায়ে শুধু আবাসনের ব্যয় ও টিউশন ফি মওকুফ করা হয়। মাস্টার্সে টিউশন ও আবাসন ব্যয় ছাড়াও প্রতি মাসে ১ হাজার ৫০০ ইউয়ান করে জীবিকা ভাতাও মেলে। পিএইচডিতে টিউশন ও আবাসন ব্যয়ের পাশাপাশি গবেষকেরা মাসে ২ হাজার ৫০০ ইউয়ান পর্যন্ত জীবিকা ভাতা পান। আবেদনের জন্য প্রার্থীদের এ ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে।

১০টি চায়না স্কলারশিপ চীনের শিক্ষা খাতে দেশটির সরকারের অবদানকে বিশ্বের কাছে তুলে ধরে। বৃত্তি প্রকল্পগুলোর প্রতিটিই ব্যাচেলর থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত সব পর্যায়ের মেধাবীদের জন্য প্রযোজ্য। এগুলোর মধ্য সরাসরি সরকারি প্রকল্পভুক্ত হচ্ছে সিএসসি ও সিআইএস স্কলারশিপ। তিয়ানজিন, শাংহাই, বেইজিং, হুবেই, ইউনান প্রভিন্সিয়াল, জিনজিয়াং উইঘুর অটোনমাস রেজিন এবং নানজিং গভর্নমেন্ট স্কলারশিপ পরিচালিত হয় প্রাদেশিক সরকারের অধীনে। তালিকার একমাত্র বেসরকারি উদ্যোগ হচ্ছে ইয়াংজৌ ইউনিভার্সিটি স্কলারশিপ। এই চায়নিজ স্কলারশিপগুলোর কোনোটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণে উৎকৃষ্ট বাহক। তথ্যসূত্র: ইউএনবি নিউজ

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট