হার্দিক পান্ডিয়া: আইপিএলে ১৫০ ছক্কা থেকে একটু দূরে
মুম্বাই অধিনায়ক পান্ডিয়া এখন পর্যন্ত আইপিএলে ছক্কা মেরেছেন ১৪৮টি। যে ছন্দে আছেন, তাতে পান্ডিয়ার কাছ থেকে আজ দুটি ছক্কা ভক্তরা আশা করতেই পারেন। সর্বশেষ গুজরাটের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ৯ বলে তাঁর ২২ রানের ইনিংসটি শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে। সেদিন মেরেছিলেন তিনটি ছক্কা।
রোহিত শর্মা: টি–টোয়েন্টিতে ৫৫০ ছক্কার হাতছানি
‘হিটম্যান’খ্যাত রোহিতের স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৫৫০ ছক্কার মাইলফলক ছুঁতে দরকার আর তিনটি। আজ কি রোহিত তিনটি ছক্কা মারতে পারবেন? গুজরাটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮১ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন চারটি ছক্কা। আজ একটি ছক্কা কম মারলেও চলবে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের, ১০৫৬টি।
সূর্যকুমার যাদব: ৫ ছক্কা দূরে
চলতি মৌসুমে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলা সূর্যকুমারের মুম্বাইয়ের হয়ে ছক্কা ১৪৫টি। গত ম্যাচে তিনি ছক্কা মেরেছেন তিনটি। আজ কয়টি মারবেন? চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৭৩ রান করেছেন সূর্য।
প্রিয়াংশ আর্য: আইপিএলে ৫০টি চার থেকে ১টি দূরে
এই মাইলফলক হয়তো বিশেষ কিছু নয়। তবে আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন পাঞ্জাব কিংস ওপেনার প্রিয়াংশ আর্য। এখন পর্যন্ত ৪৩১ রান করেছেন ৪৯টি চার ও ২৪টি ছক্কার সাহায্যে।
শ্রেয়াস আইয়ার: আইপিএলে ১৫০ ছক্কা থেকে ৬টি দূরে
এলিমিনেটর ভালো করতে পারেননি। দলও হয়েছে ব্যর্থ। টুর্নামেন্টে ৫১৬ রান করা আইয়ার আজ বাঁচা–মরার ম্যাচে নিঃসন্দেহে বড় ইনিংস খেলতে চাইবেন। মুম্বাইয়ের বিপক্ষে ৬টি ছক্কা মারতে পারলে আইপিএলে ১৫০ ছক্কার মাইলফলকেও পৌঁছাবেন।সূত্রঃপ্রথমআলো