1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেল নিয়ে নতুন তথ্য, আর্থিক সুবিধা বাড়ছে যাদের/New information on pay scale, financial benefits are increasing for those who রাষ্ট্র শিক্ষাখাতকে গুরুত্ব না দেয়ায় দেশে শিক্ষকদের মর্যাদাও কম: ভিসি আমানুল্লাহ/Teachers’ status in the country is low as the state does not give importance to the education sector: VC Amanullah যেসব ভিটামিনের অভাবে ঘুম কম হয় নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হচ্ছে? হঠাৎ পা কেন ফুলেছে? আরটিজিএস লেনদেন হবে নতুন সূচিতে/RTGS transactions will be on a new schedule আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা/Government employees will receive new pay scale from the beginning of next year বাহুতে কেন ব্যথা হয়, প্রতিকার কী পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান পড়াশোনা : স্বাস্থ্যবিধি/Fifth grade elementary science studies: Hygiene/ প্রাথমিকে ছুটি ৭৬ দিন থেকে কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক /Primary school leave reduced from 76 days to 60 days: Director General /

এআই দিয়ে নিজের কণ্ঠস্বর নকল করে অডিওবুক প্রকাশ করলেন মেলানিয়া/Melania releases audiobook using AI to mimic her voice

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প কিছুদিন আগে এআই ব্যবহার করে নকল অডিও-ভিডিও (ডিপফেক) তৈরির ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। এখন তিনি আত্মজীবনীর এমন একটি অডিওবুক সংস্করণ প্রকাশ করছেন, যেখানে তাঁর কণ্ঠে কথা বলছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)।

৫৫ বছর বয়সী মেলানিয়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেলানিয়া ঘোষণা দিয়েছেন, তিনি সাত ঘণ্টার একটি অডিওবুক প্রকাশ করছেন। এর মূল্য ধরা হয়েছে ২৫ ডলার।

সাদা ও কালো রঙের ছোট একটি ভিডিওতে স্লোভেনিয়ার বংশোদ্ভূত সাবেক মডেল মেলানিয়ার মুখের একটি গ্রাফিকস ভেসে উঠতে দেখা যায়। সেখানে তাঁর কণ্ঠস্বরে বলতে শোনা যায়—‘আমার গল্প, আমার দৃষ্টিভঙ্গি, সত্যতা’। তবে ভিডিওতে মেলানিয়ার নিজের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, নাকি এটি তাঁর এআই কণ্ঠস্বর, তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেলানিয়া আরও লিখেছেন, ‘আমার নিজস্ব কণ্ঠস্বর ব্যবহার করে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বর্ণিত “মেলানিয়া—দ্য এআই অডিওবুক” আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি সম্মানিতবোধ করছি। প্রকাশনার নতুন যুগ শুরু হোক।’

অডিওবুকটির ওয়েবসাইটে বলা হয়েছে, মেলানিয়া ট্রাম্পের নির্দেশনা অনুযায়ীই এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বরের রেপ্লিকা তৈরি করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে একাধিক বিদেশি ভাষায় এর সংস্করণ প্রকাশিত হবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
গত অক্টোবরে মেলানিয়ার লেখা আত্মজীবনীর ছাপা সংস্করণ প্রকাশিত হয়। ‘প্রিমিয়াম আর্ট পেপারে’ ছাপা হওয়া স্বাক্ষরযুক্ত এই বিশেষ সংস্করণের দাম ধরা হয়েছে ১৫০ ডলার।

অডিওবুকটি এমন সময়ে প্রকাশিত হলো, যার মাত্র কয়েক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বিলে স্বাক্ষর করেছেন মেলানিয়া। স্বাক্ষরিত ওই বিলের আওতায় বাস্তব বা এআই–নির্মিত যেকোনো ‘প্রতিশোধমূলক পর্নোগ্রাফি’ অনলাইনে প্রকাশ করাকে ফেডারেল অপরাধ হিসেবে গণ্য হবে।

গত মার্চে মেলানিয়া ট্রাম্প ‘টেক ইট ডাউন অ্যাক্ট’ নামের ওই বিলের পক্ষে প্রচারে অংশ নেন। এর মাধ্যমে তিনি তাঁর স্বামী আবার ক্ষমতায় ফেরার পর প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নেন। সেখানে ‘ডিপফেকের মতো ক্ষতিকর অনলাইন কনটেন্ট’-এর বিরুদ্ধে সোচ্চার হন মেলানিয়া।

গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই মেলানিয়াকে আড়ালে থাকতে দেখা গেছে। শুধু ওয়াশিংটনে স্বামীর সঙ্গে সীমিত সময় কাটিয়েছেন তিনি। তবে এটি তাঁকে কিছু বেছে নেওয়া প্রকল্পে যুক্ত হতে আটকায়নি, যেগুলো একদিকে তার ভাবমূর্তিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, অন্যদিকে অর্থ আয়ের পথও খোলে।

এআই অডিওবুকের পাশাপাশি মেলানিয়া এখন একটি তথ্যচিত্র সিরিজ নির্মাণে ব্যস্ত, যা অ্যামাজনের সঙ্গে চুক্তিভিত্তিক। এর মূল্য কয়েক কোটি ডলার বলে জানা গেছে।

এআই অডিওবুকের পাশাপাশি মেলানিয়া ট্রাম্প অ্যামাজনের সঙ্গে একটি তথ্যচিত্র সিরিজ নির্মাণ করছেন। বলা হচ্ছে, এর চুক্তিমূল্য কয়েক কোটি ডলার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট