সপ্তম অধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। নিচের কোনটি সংক্রামক রোগ সৃষ্টিকারী জীবাণু?
ক. ছত্রাক খ. এ্যামিবা
গ. কৃমি ঘ. প্রোটোজোয়া
উত্তর : ক. ছত্রাক
২। হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগ?
ক. এইডস খ. ম্যালেরিয়া গ. যক্ষ্মা ঘ. ডেঙ্গু
উত্তর : গ. যক্ষ্মা
৩। সংক্রমিত ব্যক্তির কোন জিনিসটি ব্যবহারের ফলে অন্য ব্যক্তিও সংক্রমিত হতে পারে?
ক. মোবাইল ফোন খ. প্লেট গ. চশমা ঘ. ঘড়ি
উত্তর : খ. প্লেট
৪।ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগকে কী বলে?
ক. সংক্রামক রোগ খ. ক্যান্সার
গ. মাথা ব্যথা ঘ. থাইরয়েড
উত্তর : ক. সংক্রামক রোগ
৫। কোন ধরনের খাবার গ্রহণের ফলে সংক্রামক রোগের সৃষ্টি হতে পারে?
ক. জাংক ফুড খ. তরল খাবার
গ. ফ্রোজেন খাদ্য ঘ. দূষিত খাদ্য
উত্তর : ঘ. দূষিত খাদ্য
৬। নিচের কোনটি সংক্রামক রোগর?
ক. হৃদরোগ খ. ইবোলা
গ. স্ট্রোক ঘ. ডায়াবেটিস
উত্তর : খ. ইবোলা
৭। মশার কামড়ে কোন রোগ সৃষ্টি হয়?
ক. ম্যালেরিয়া
খ. যক্ষ্মা
গ. ডায়াবেটিস
ঘ. ক্যান্সার
উত্তর : ক. ম্যালেরিয়া
৮। কুকুরের কামড়ের মাধ্যমে কোন রোগ ছড়ায়?
ক. ডেঙ্গু
খ. যক্ষ্মা
গ. জলাতঙ্ক
ঘ. হৃদরোগ
উত্তর : গ. জলাতঙ্ক
৯। সে সকল রোগ যা হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে তাকে কী বলে?
ক. বায়ুবাহিত রোগ
খ. পানিবাহিত রোগ
গ. জলাতঙ্ক রোগ
ঘ. স্ট্রোক
উত্তর : ক. বায়ুবাহিত রোগ
১০। বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় নিচের কোন রোগ?
ক. ডায়াবেটিস খ. ক্যান্সার
গ. সোয়াইন ফ্লু ঘ. যক্ষ্মা
উত্তর : গ. সোয়াইন ফ্লু
১১। যে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে তাকে কী বলে?
ক. পানিবাহিত রোগ
খ. বায়ুবাহিত রোগ
গ. জীবাণুবাহিত রোগ
ঘ. হৃদরোগ
উত্তর : ক. পানিবাহিত রোগ
১২।নিচের কোন রোগটি পানির মাধ্যমে সংক্রমিত হয়?
ক. সোয়াইন ফ্লু খ. হৃদরোগ গ. ডেঙ্গু ঘ. আমাশয়
উত্তর : ঘ. আমাশয়
১৩। এইচআইভি ভাইরাসের মাধ্যমে কোন রোগ ছড়ায়?
ক. যক্ষ্মা খ. এইডস গ. ম্যালেরিয়া ঘ. ফাইলেরিয়া
উত্তর : খ. এইডস
১৪। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাকে কী বলে?
ক. ছোঁয়াচে রোগ
খ. জীবাণুবাহিত রোগ
গ. বায়ুবাহিত রোগ
ঘ. পানিবাহিত রোগ
উত্তর : ক. ছোঁয়াচে রোগ
১৫। নিচের কোনটি ছাঁয়াচে রোগ?
ক. হাম খ. হুপিংকাশি গ. ম্যালেরিয়া ঘ. ডায়াবেটিস
উত্তর : ক. হাম
১৬। কোনটি পোকামাকড়বাহিত রোগ?
ক. ডায়াবেটিস খ. হৃদরোগ গ. ডেঙ্গু ঘ. ক্যান্সার
উত্তর : গ. ডেঙ্গু
১৭। আমরা কিভাবে সুস্থ থাকতে পারি?
ক. জাংক ফুড গ্রহণ করে খ. মাঝে মাঝে বেড়াতে গিয়ে
গ. সুষম খাদ্য গ্রহণ করে ঘ. অনিয়মিত ঘুমের অভ্যাস করে
উত্তর : গ. সুষম খাদ্য গ্রহণ করে
১৮। আমরা কিভাবে রোগমুক্ত থাকতে পারি?
ক. প্রয়োজনীয় টিকা নিয়ে খ. কায়িক পরিশ্রম করে
গ. রাত জেগে কাজ করলে ঘ. বাইরের খাবারের অভ্যাস করে
উত্তর : ক. প্রয়োজনীয় টিকা নিয়ে
১৯। যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায় তখন তাকে কী বলে?
ক. কৈশরকাল
খ. যৌবনকাল
গ. শিশুকাল
ঘ. বয়ঃসন্ধিকাল
উত্তর : ঘ. বয়ঃসন্ধিকাল
২০। কত বছর বয়সে মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়?
ক. ৮ থেকে ১৩ বছর বয়সে খ. ৬ থেকে ৯ বছর বয়সে
গ. ৭ থেকে ১০ বছর বয়সে ঘ. ৯ থেকে ১২ বছর বয়সে
উত্তর : ক. ৮ থেকে ১৩ বছর বয়সে
২১। কত বছর বয়সে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয়?
ক. ৮ থেকে ১০ বছর বয়সে খ. ৯ থেকে ১৫ বছর বয়সে
গ. ৯ থেকে ১২ বছর বয়সে ঘ. ১০ থেকে ১৪ বছর বয়সে
উত্তর : খ. ৯ থেকে ১৫ বছর বয়সে
২২। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কেমন পরিবর্তন লক্ষ করা যায়?
ক. শারীরিক ও মানসিক খ. মানসিক ও আচরণিক
গ. শারীরিক, মানসিক ও আচরণিক ঘ. শারীরিক ও আচরণিক
উত্তর : গ. শারীরিক, মানসিক ও আচরণিক
২৩। বয়ঃসন্ধিকালে ছেলেদের নিচের কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?
ক. ত্বক কালো হতে থাকে খ. গলার স্বরের পরিবর্তন হয়
গ. ধীরে ধীরে লম্বা হয় ঘ. চুল লম্বা হয়
উত্তর : খ. গলার স্বরের পরিবর্তন হয়
২৪। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে করণীয় কী?
ক. মা-বাবার সঙ্গে পরামর্শ করতে হবে খ. বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে হবে
গ. প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করতে হবে ঘ. অপরিচিতদের সঙ্গে পরামর্শ করতে হবে
উত্তর : ক. মা-বাবার সঙ্গে পরামর্শ করতে হবে
সূত্রঃকালের কণ্ঠে