1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্র শিক্ষাখাতকে গুরুত্ব না দেয়ায় দেশে শিক্ষকদের মর্যাদাও কম: ভিসি আমানুল্লাহ/Teachers’ status in the country is low as the state does not give importance to the education sector: VC Amanullah যেসব ভিটামিনের অভাবে ঘুম কম হয় নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হচ্ছে? হঠাৎ পা কেন ফুলেছে? আরটিজিএস লেনদেন হবে নতুন সূচিতে/RTGS transactions will be on a new schedule আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা/Government employees will receive new pay scale from the beginning of next year বাহুতে কেন ব্যথা হয়, প্রতিকার কী পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান পড়াশোনা : স্বাস্থ্যবিধি/Fifth grade elementary science studies: Hygiene/ প্রাথমিকে ছুটি ৭৬ দিন থেকে কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক /Primary school leave reduced from 76 days to 60 days: Director General / নিয়মিত মোটরবাইক চালান? কাঁধ, ঘাড়সহ শারীরিক জটিলতা এড়াতে পরামর্শগুলো মেনে চলুননিয়মিত মোটরবাইক চালান? কাঁধ, ঘাড়সহ শারীরিক জটিলতা এড়াতে পরামর্শগুলো মেনে চলুন/Do you ride a motorbike regularly? Follow these tips to avoid physical complications including shoulder and neck injuries.

পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান পড়াশোনা : স্বাস্থ্যবিধি/Fifth grade elementary science studies: Hygiene/

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান পড়াশোনা : স্বাস্থ্যবিধি/Fifth grade elementary science studies: Hygiene/

 

সপ্তম অধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১। নিচের কোনটি সংক্রামক রোগ সৃষ্টিকারী জীবাণু?

ক. ছত্রাক খ. এ্যামিবা
গ. কৃমি ঘ. প্রোটোজোয়া

উত্তর : ক. ছত্রাক

২। হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগ?

ক. এইডস খ. ম্যালেরিয়া গ. যক্ষ্মা ঘ. ডেঙ্গু

উত্তর : গ. যক্ষ্মা

৩। সংক্রমিত ব্যক্তির কোন জিনিসটি ব্যবহারের ফলে অন্য ব্যক্তিও সংক্রমিত হতে পারে?

ক. মোবাইল ফোন খ. প্লেট গ. চশমা ঘ. ঘড়ি

উত্তর : খ. প্লেট

৪।ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগকে কী বলে?
ক. সংক্রামক রোগ খ. ক্যান্সার

গ. মাথা ব্যথা ঘ. থাইরয়েড

উত্তর : ক. সংক্রামক রোগ

৫। কোন ধরনের খাবার গ্রহণের ফলে সংক্রামক রোগের সৃষ্টি হতে পারে?

ক. জাংক ফুড খ. তরল খাবার

গ. ফ্রোজেন খাদ্য ঘ. দূষিত খাদ্য

উত্তর : ঘ. দূষিত খাদ্য

৬। নিচের কোনটি সংক্রামক রোগর?

ক. হৃদরোগ খ. ইবোলা

গ. স্ট্রোক ঘ. ডায়াবেটিস

উত্তর : খ. ইবোলা

৭। মশার কামড়ে কোন রোগ সৃষ্টি হয়?

ক. ম্যালেরিয়া

খ. যক্ষ্মা

গ. ডায়াবেটিস

ঘ. ক্যান্সার

উত্তর : ক. ম্যালেরিয়া

৮। কুকুরের কামড়ের মাধ্যমে কোন রোগ ছড়ায়?
ক. ডেঙ্গু

খ. যক্ষ্মা

গ. জলাতঙ্ক

ঘ. হৃদরোগ

উত্তর : গ. জলাতঙ্ক

৯। সে সকল রোগ যা হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে তাকে কী বলে?

ক. বায়ুবাহিত রোগ
খ. পানিবাহিত রোগ

গ. জলাতঙ্ক রোগ
ঘ. স্ট্রোক

উত্তর : ক. বায়ুবাহিত রোগ

১০। বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় নিচের কোন রোগ?

ক. ডায়াবেটিস খ. ক্যান্সার
গ. সোয়াইন ফ্লু ঘ. যক্ষ্মা

উত্তর : গ. সোয়াইন ফ্লু

১১। যে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে তাকে কী বলে?

ক. পানিবাহিত রোগ
খ. বায়ুবাহিত রোগ

গ. জীবাণুবাহিত রোগ
ঘ. হৃদরোগ

উত্তর : ক. পানিবাহিত রোগ

১২।নিচের কোন রোগটি পানির মাধ্যমে সংক্রমিত হয়?
ক. সোয়াইন ফ্লু খ. হৃদরোগ গ. ডেঙ্গু ঘ. আমাশয়

উত্তর : ঘ. আমাশয়

১৩। এইচআইভি ভাইরাসের মাধ্যমে কোন রোগ ছড়ায়?

ক. যক্ষ্মা খ. এইডস গ. ম্যালেরিয়া ঘ. ফাইলেরিয়া

উত্তর : খ. এইডস

১৪। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাকে কী বলে?

ক. ছোঁয়াচে রোগ
খ. জীবাণুবাহিত রোগ

গ. বায়ুবাহিত রোগ
ঘ. পানিবাহিত রোগ

উত্তর : ক. ছোঁয়াচে রোগ

১৫। নিচের কোনটি ছাঁয়াচে রোগ?

ক. হাম খ. হুপিংকাশি গ. ম্যালেরিয়া ঘ. ডায়াবেটিস

উত্তর : ক. হাম

১৬। কোনটি পোকামাকড়বাহিত রোগ?

ক. ডায়াবেটিস খ. হৃদরোগ গ. ডেঙ্গু ঘ. ক্যান্সার

উত্তর : গ. ডেঙ্গু

১৭। আমরা কিভাবে সুস্থ থাকতে পারি?
ক. জাংক ফুড গ্রহণ করে খ. মাঝে মাঝে বেড়াতে গিয়ে

গ. সুষম খাদ্য গ্রহণ করে ঘ. অনিয়মিত ঘুমের অভ্যাস করে

উত্তর : গ. সুষম খাদ্য গ্রহণ করে

১৮। আমরা কিভাবে রোগমুক্ত থাকতে পারি?

ক. প্রয়োজনীয় টিকা নিয়ে খ. কায়িক পরিশ্রম করে

গ. রাত জেগে কাজ করলে ঘ. বাইরের খাবারের অভ্যাস করে

উত্তর : ক. প্রয়োজনীয় টিকা নিয়ে

১৯। যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায় তখন তাকে কী বলে?

ক. কৈশরকাল
খ. যৌবনকাল

গ. শিশুকাল
ঘ. বয়ঃসন্ধিকাল

উত্তর : ঘ. বয়ঃসন্ধিকাল

২০। কত বছর বয়সে মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়?

ক. ৮ থেকে ১৩ বছর বয়সে খ. ৬ থেকে ৯ বছর বয়সে

গ. ৭ থেকে ১০ বছর বয়সে ঘ. ৯ থেকে ১২ বছর বয়সে

উত্তর : ক. ৮ থেকে ১৩ বছর বয়সে

২১। কত বছর বয়সে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয়?

ক. ৮ থেকে ১০ বছর বয়সে খ. ৯ থেকে ১৫ বছর বয়সে

গ. ৯ থেকে ১২ বছর বয়সে ঘ. ১০ থেকে ১৪ বছর বয়সে

উত্তর : খ. ৯ থেকে ১৫ বছর বয়সে

২২। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কেমন পরিবর্তন লক্ষ করা যায়?

ক. শারীরিক ও মানসিক খ. মানসিক ও আচরণিক

গ. শারীরিক, মানসিক ও আচরণিক ঘ. শারীরিক ও আচরণিক

উত্তর : গ. শারীরিক, মানসিক ও আচরণিক

২৩। বয়ঃসন্ধিকালে ছেলেদের নিচের কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?

ক. ত্বক কালো হতে থাকে খ. গলার স্বরের পরিবর্তন হয়

গ. ধীরে ধীরে লম্বা হয় ঘ. চুল লম্বা হয়

উত্তর : খ. গলার স্বরের পরিবর্তন হয়

২৪। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে করণীয় কী?

ক. মা-বাবার সঙ্গে পরামর্শ করতে হবে খ. বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে হবে

গ. প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করতে হবে ঘ. অপরিচিতদের সঙ্গে পরামর্শ করতে হবে

উত্তর : ক. মা-বাবার সঙ্গে পরামর্শ করতে হবে
সূত্রঃকালের কণ্ঠে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট