জিন এডিটিং নিয়ে পাঁচ দিনের কর্মশালা আয়োজিত হলো। গত ২৪-২৯ মে বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
প্রিসিশন জিন এডিটিং উইথ ক্রিসপার-ক্যাস৯ টেকনোলজি: টুলস অ্যান্ড অ্যাপলিকেশন শিরোনামে আয়োজিত হয় এই কর্মশালা। অংশগ্রহণকারীরা অত্যাধুনিক ক্রিসপার-ক্যাস৯ জিনোম এডিটিং প্রযুক্তির প্রয়োগ শেখার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড বায়োটেকনোলজি ল্যাবরেটরিতে হাতে-কলমে গবেষণামূলক কাজ করার সুযোগ পান।
গত ২৪ মে সকাল ৯টায় কর্মশালা উদ্বোধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিকাল সায়েন্সেসের ডিন অফিসের সভাকক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বায়োলজিকাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন মো. এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাখহরি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিহির লাল সাহা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম।
এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন অধ্যাপক তাহমিনা ইসলাম। তিনি ক্রিস্পার-ক্যাস৯ প্রযুক্তির মৌলিক ধারণা থেকে শুরু করে এর ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত ধাপে ধাপে বোঝান। কর্মশালায় অংশগ্রহণকারীরা ক্রিসপার-ক্যাস প্রযুক্তির কর্মপদ্ধতি ও কার্যপ্রণালি, ইন সিলিকো বিশ্লেষণ ও গাইড RNA ডিজাইন, প্রাইমার ডিজাইন ও মলিকুলার ক্লোনিং, ভেক্টর কনস্ট্রাকশন এবং মলিকুলার অ্যানালাইসিস বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।উৎসঃপ্রথমআলো