বিসিএস শিক্ষা ক্যাডারে বড় সংখ্যায় পদোন্নতি হয়েছে। একদিনে দুই হাজার ৭০৬ কর্মকর্তাকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ পদোন্নতির তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে তারা বেতনভুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন যথাক্রমে উপসচিব মো. আব্দুল কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা এখানে
অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা এখানে
news24bd