তাৎক্ষণিক অর্থপরিশোধ নিষ্পত্তি করতে বাংলাদেশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (বিডি-আরটিজিএস) ব্যবস্থার নতুন সূচি ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচিতে এ ব্যবস্থায় সাধারণ গ্রাহক পর্যায়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্থানীয় মুদ্রায় এবং বিকাল ৪টা পর্যন্ত বৈদেশিক মুদ্রায় অর্থ স্থানান্তর করা যাবে। অন্যদিকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের (আন্তঃব্যাংক) তহবিল স্থানান্তর করা যাবে স্থানীয় মুদ্রায় সকাল ১০টা থেকে বিকালে ৫টা ১৫ মিনিট পর্যন্ত ও বৈদেশিক মুদ্রায় বেলা সাড়ে ৪টা পর্যন্ত।
আগামী ৫ অক্টোবর থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া নতুন এই সূচিতে আরটিজিএস ব্যবস্থায় লেনদেন করা যাবে। নতুন এই সূচি ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, 'ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা মেটাতে এবং ইলেকট্রনিক মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার করতে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরিটিজিএসের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আরেক ব্যাংকের সঙ্গে অর্থ লেনদেন করতে পারেন। এ পদ্ধতি ব্যবহার করে আমদানি করা পণ্যর শুল্কও পরিশোধ করা যায়।
কোনো ঊর্ধ্বসীমা না থাকলেও সর্বনিম্ন ১ লাখ টাকা লেনদেন করা যায় আরটিজিএস ব্যবহার করে। প্রতিটি লেনদেনের বিপরীতে ব্যাংকগুলো ১০০ টাকা সেবা ফি কেটে নেয়। লেনদেন ব্যবস্থা অনলাইন পদ্ধতিতে আনাতে ২০১৫ সালের সেপ্টেম্বরে আরটিজিএস সিস্টেম নীতিমালা প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। ঐ বছরের ২৯ অক্টোবর দেশে প্রথমবারের মতো আরটিজিএস চালু করা হয়। শুরুতে শুধু বাণিজ্যিক ব্যাংকগুলো এই ব্যবস্থায় যুক্ত থাকলেও ২০২২ সালের মে মাস থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) আরটিজিএস এর আওতায় আনা হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে আরটিজিএস ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা লেনদেন চালু হয়।
বর্তমানে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ১১ হাজার ২৩১টি শাখা আরটিজিএসে সংযুক্ত রয়েছে। দিন রাত চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন লেনদেন চালু করতে আরটিজিএস এর নতুন সংস্করণ 'নেক্সট জেনারেশন আরটিজিএস' ব্যবস্থা চালু করার প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত ৪ থেকে ৬ লাখ টাকায় আরটিজিএস সফটওয়্যার যুক্ত করা যায়। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন ফি ও সার্ভিস চার্জ বাবদ বার্ষিক সর্বোচ্চ ১ লাখ টাকা নেয়।সূত্রঃইত্তেফাক