স্কুলে সবার প্রথম হওয়া সম্ভব নয় এবং পড়াশোনায় ভালো ফল পেলেও তা জীবনে সফল হওয়ার নিশ্চয়তা নয়। রেজাল্ট ভালো হলেও যে কেউ ভালো মানুষ হবে বা জীবনে সফল হবে, এমন কোনো কথা নেই। জীবন সফল করতে গেলে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, অন্যথায় সব পরিশ্রমই বৃথা যেতে পারে। তাই কিশোর বয়স থেকেই কিছু অভ্যাস জীবনের অংশ করে তুলুন এবং কিছু অভ্যাসকে পরিত্যাগ করুন।
চলুন, জেনে নিই কোন অভ্যাসগুলো বাদ দেওয়া উচিত।
অগোছালো জীবন
অগোছালো জীবন পড়াশোনায় বা যেকোনো কাজ বাঁধা সৃষ্টি করতে পারে। যদি আপনার কাজের পরিবেশ গোছানো না থাকে, মনও শান্ত থাকে না। বইখাতা, জামাকাপড় গোছানো থাকলে কাজের প্রতি আগ্রহ ও এনার্জি বাড়ে।
তাই রুটিন মেনে চলুন। রুটিন জীবন অনেক সহজ করে দেয় এবং স্ট্রেস কমায়।
লক্ষ্যহীন থাকা
লক্ষ্যহীন জীবন পরিচালনা করা কঠিন। পড়াশোনাতেও এটি সমস্যা হতে পারে।
তাই ছোট ছোট লক্ষ্য স্থির করে সেগুলির দিকে এগিয়ে যান। এতে আপনি নিজের দক্ষতা বুঝতে পারবেন এবং আত্মবিশ্বাস বাড়বে। জীবন সুন্দর হয়ে উঠবে।
পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
অবিরত পড়াশোনা বা যেকোনো কাজের জন্য নিজের শরীরকে অবহেলা করবেন না। ঘন্টাব্যাপী কাজের মধ্যে ৫-৬ ঘণ্টা ঘুমালেও শরীর সঠিকভাবে কাজ করতে পারে না।
ভালো ফল পেতে হলে দিনে ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি। এই ঘুম শরীরকে সুস্থ রাখে, মনকে সতেজ রাখে এবং কাজের প্রতি মনোযোগ বজায় থাকে।
সূত্র: এই সময়